প্রধান শিক্ষকের বাণী

পহেলা জানুয়ারী ১৯৬৫ খ্রিস্টাব্দে লক্ষ্মীপুর সদর উপজেলায় চরচামিতা গ্রামে চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক মরহুম বেগম অজিফা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে MPO ভূক্তি লাভ করেন। প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বর্তমানে প্রায় ৪০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং ১৩ জন শিক্ষক ও ০৫ জন কর্মচারী কর্মরত আছেন। সুদক্ষ শিক্ষক মন্ডলী ও পরিচালনা কমিটি কর্তৃক প্রতিষ্ঠানটি সুন্দরভা্বে পরিচালিত হয়ে আসছে।

দীর্ঘ পরিক্রমায় দেশ ও জাতিকে অসংখ্য গুণী ও কৃতি শিক্ষার্থী উপহার দিয়েছে অত্র প্রতিষ্ঠান। শিক্ষা বিস্তার ও সমাজের ইতিবাচক গঠনমূলক পরিবর্তনে প্রতিষ্ঠানটির ভূমিকা অনন্য । ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডেও এর সাফল্য অগ্রগণ্য। উপযুক্ত সময়ে দেওয়াল পত্রিকা, সাহিত্য সাময়িকী প্রকাশসহ জাতীয়ভাবে উদযাপিত দিবস সমূহ- ২১ ফেব্রুয়ারী (শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), ২৬ মার্চ (স্বাধীনতা ও জাতীয় দিবস), ও ১৬ ডিসেম্বরসহ (বিজয় দিবস) সকল জাতীয় দিবস অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার সাথে পালন করা হয়। সর্বপরি বিশ্বায়নের প্রতিযোগীতামূলক বাজারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার লক্ষ্যে কোমলমতি একটি শিশুকে দেশের সু-নাগরিক হিসেবে গড়ে তোলাই অত্র প্রতিষ্ঠানের ব্রত। তাই অত্র প্রতিষ্ঠান গৌরবের মুকুট মাথায় নিয়ে আমরন শিখা অণির্বানের মত প্রজ্জ্বলিত মহিমায় জ্ঞানের আলো বিকিরনে সকলের সহযোগিতা কামনা করি।

ফারুক আহমেদ,  প্রধান শিক্ষক