Aug 25 2025
প্রাক নির্বাচনী
আসসালামুলাইকুম, আসছে আগামী ০১ সেপ্টেম্বর ২০২৫খ্রি. থেকে প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই শিক্ষার্থীদের ভালো ভাবে প্রস্তুতী নেওয়ার জন্য অনুরোধ করা হলো। অভিভাবকদের প্রতি অনুরোধ হল আপনার বাচ্ছাদের প্রতি একটু খেয়াল রাখবেন। নিয়মিত বাড়িতে পড়ে কিনা।
Aug 19 2025
আখেরী চাহা সম্বাহ
আগামী ২০ আগস্ট ২০২৫খ্রি রোজ বুধবার আখেরী চাহা সম্বাহ উপলক্ষ্যে বিদ্যালয় বন্ধ থাকবে ।
May 19 2025
পরিক্ষামুলক কনটেন্ট দেখে বিভ্রান্ত হবেন না।
আগামী ১০ আগস্ট ২০২৫খ্রি. রোজ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে।
May 19 2025
এস এস সি-২০২৫ খ্রি. এর অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য
চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয়ের এস এস সি-২০২৫ খ্রি. এর পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে তারা যেন আগামী ১০ আগস্ট ২০২৫খ্রি. এর মধ্যে ভর্তির হওয়ার জন্য বিশেষ ভাবে অনূরোধ করা হলো।
May 18 2025
নিয়মিত বিদ্যালয় তথা ক্লাশে উপস্থিত থাকা একান্ত আবশ্যক।
চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে পরীক্ষায় ভাল ফলাফল ও নৈতিক চরিত্র গঠন করার জন্য নিয়মিত বিদ্যালয় তথা ক্লাশে উপস্থিত থাকা একান্ত আবশ্যক।